পোস্টার দেখেই ভাল লাগছে

সকাল সকাল ফেসবুকে একটা মুভির রিভিউ পরলাম । মুভিটির নাম Incendies এটা ২০১০ সালের একটা war/mysery মুভি ।যে রিভিউটা লিখেছে দারুন লিখেছে ।

রিভিউটা পরে গুগলে সার্স দিলাম , মুভির একটা পোস্টার ডাউনলোড করে রাখবে তাই, যখন সময় হবে মুভিটি দেখব ।যেমন ভাবনা তেমন কাজ গুগলে সার্স দিলাম মুভিটির নাম লিখে । মুভিটা আসল Recommendation এ আরো একটা মুভি আসল নাম ENIMY ২০১৩ সালের Thriller/ Mystery মুভি ।

Enimy মুভির পোস্টার এর উপর Click করলাম , পোস্টার দেখেই মুভিটা দেখার ব্যাপক ইচ্ছা হল । একটা পোস্টার দিয়েই যে কাউকে মোহিত করা যায় এই পোস্টার টাই তার প্রমান ।

তাই সিদ্ধান্ত নিলাম প্রথমে Enimy দেখব তারপর দেখব Incendies

যদি কেউ Enimy মুভিটা দেখে থাকেন তো জানাবেন কেমন লেগেছে ।

Leave a comment